উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মনদৌসের প্রভাবে চেন্নাইয়ে(Chennai) রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় এসে না পড়লেও শুক্রবারও দুই বঙ্গে মেঘলা আকাশ। দিনের বেলা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে ঠান্ডা অনুভূতি থাকবে। তবে রাতের তাপমাত্রা বাড়বে।
জেলায় জেলায় দিনভর শীতের আমেজও কমবে। আগামী সোমবার ও মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উত্তরভাগ ও রায়ালসীমায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।