উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। আকাশ থাকবে মেঘমুক্ত। উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও কমছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ে। সেখানে বেড়েছে পর্যটকদের আনাগোনাও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রেকর্ড পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করল বন্ধুরা! চরম পরিণতির পথ বেছে নিল যুবক