উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নামবে। এদিকে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা পারদ। রবিবার সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের আকাশ থাকবে মেঘলা। যদিও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন আকাশ থাকবে শুষ্ক। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) তরফে জানানো হচ্ছে, আগামী পাঁচ দিন সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই। সকাল এবং রাতের দিকে শীত অনুভূত হবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে পারদ পতনের সম্ভাবনা। সেখানেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন: Uday U Lalit | কলকাতায় শিক্ষকতা করতে আসছেন প্রাক্তন প্রধান বিচারপতি