উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে বাড়ছে রাজ্যের তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাতদিন আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। যার ফলে কার্যত উষ্ণতম সরস্বতী পুজোর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department)। আগামী দু’তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দুই থেকে তিনদিন একইরকম আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। পরের দু’তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপর দিয়ে বইবার সময় দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়, সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতে উধাও হবে শীতের আমেজ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Fire In Raj Bhavan | বৈঠক চলাকালীন হঠাৎ আগুন, আতঙ্ক ছড়ালো রাজভবনে