উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখভার। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বাতাস শক্তিশালী হওয়ায় উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
রবিবার বজ্রবিদ্যৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতে। এদিকে বৃষ্টিপাতের জেরে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়ায় যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুনঃ বাইক-লরির সংঘর্ষে জখম যুবক