উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে অস্বস্তিতে বঙ্গবাসী। সকাল থেকেই চড়া রোদ। বাড়ছে তাপমাত্রার পারদ। কিন্তু, বেলা গড়ালেই বদলাতে পারে আবহাওয়া। মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক কম। কিন্তু, সপ্তাহের শেষে ফের হাওয়া বদলের সম্ভাবনা, হতে পারে বৃষ্টিপাত। তবে গরম বাড়বে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা দু’তিনদিন ধরে চলে বৃষ্টিপাত। কিন্তু চলতি সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষৃত কম। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ।
আরও পড়ুন : বজ্রপাতে কৃষকের মৃত্যু