উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী পাঁচদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে। এই বছর এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকার কথা ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকার কথা ৩৪ শতাংশ।
আরও পড়ুন: কৃষকদের সুবিধার্থে শিবপুর বিই কলেজের ছাত্রদের আবিষ্কার কিসান ড্রোন