উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা(rain)। তীব্র গরম থেকে স্বস্তি পেয়েছে শহরবাসী। রবিবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের( Meteorological Department)পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার সর্বাধিক এবং সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩ এবং ৭৫ শতাংশ। এদিন কলকাতার পাশাপাশি অন্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: SSC Scam | এসএসসি নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ