উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির(Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর(Meteorological Department)। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি, সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ।
আরও পড়ুনঃ পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি, রাস্তার কাজে হাত লাগালেন বাসিন্দারা