কলকাতা: সপ্তাহান্তে এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন শহরে। আগামী কয়েকদিনে আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা কমে যাবে। উত্তরবঙ্গে শনিবার দিনভর বৃষ্টির পর এদিন রোদের দেখা মিলেছে। তবে কনকনে ঠাণ্ডা থাকছে।
আবহওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আর বেশিদিন শীত থাকবেনা। শেষ বেলায় জাঁকিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
এদিকে বরফের চাদরে ঢেকেছে গোটা দার্জিলিং। সরস্বতী পুজোর দিন দার্জিলিংয়ে বরফ পড়ার আনন্দে মেতে উঠলেন পর্যটকরা। তুষারপাত হয়েছে উত্তরবঙ্গের একাধিক পর্যটন স্থলে। সিকিমের একাধিক অঞ্চলে এদিনও বরফ পড়েছে।