উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত (Heavy Rain) চলছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-এই পাঁচ জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত বাড়বে।
এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দু’এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।