উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: নিম্নচাপে পরিণত হওয়া জাওয়াদ ক্রমেই দক্ষিণবঙ্গের ওপর থেকে সরতে শুরু করেছে। ক্রমেই তা বাংলাদেশের দিকে এগোতে শুরু করেছে। আজ অর্থাৎ সোমবার রাতের মধ্যেই তা পুরোপুরি বাংলাদেশে প্রবেশ করবে বলেই জানা গিয়েছে হাওয়া দপ্তরের তরফে। স্বাভাবিকভাবেই, আগামীকাল থেকে রাজ্যে সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকছে না।
হাওয়া অফিসের তরফে প্রকাশিত এক বুলেটিন অনুসারে জানা গিয়েছে, নিম্নচাপটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে ৷ রাতের পর তা আরও শক্তি হারিয়ে বাংলাদেশের অভিমুখে এগোতে শুরু করবে। এরপরই মঙ্গলবার থেকে আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকবে। অন্যদিকে, আগামী কয়েকদিনে নামবে রাজ্যের তাপমাত্রার পারদ।