পতিরাম: আগামী ৯ নভেম্বর পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুই জেলার আকাশ পরিষ্কার থাকার কথা। শুক্রবার মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এই পূর্বাভাস জানানো হয়েছে। আবহাওয়ার খবরে আরো বলা হয়েছে , আগামী পাঁচদিন দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় দিনের তাপমাত্রা থাকার কথা সর্বোচ্চ ৩১-৩২ ও সর্বনিম্ন ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমন পরিষ্কার আবহাওয়ায় গৌড়বঙ্গে শীতের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র মনে করছে।
এমন আবহাওয়ায় ধানের জমিতে বাদামি শোষক পোকা, গন্ধিবাগ পোকা দমনের জন্য প্রয়োজনীয় ওষুধ স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। পাশাপাশি ডাল জাতীয় শস্যে ধসা রোগ নির্মূল করার জন্য প্রয়োজনীয় ওষুধ স্প্রে করার পরামর্শ দিয়েছেন মাঝিয়ানের কৃষি বিজ্ঞানীরা। এই সময় রোগ পোকা দমন করতে পারলে ধান সহ অন্যান্য ফসলের আশানরূপ ফলন হবে বলে কৃষি বিজ্ঞানীরা মনে করছেন।
আরও পড়ুন : দার্জিলিং জেলা হাসপাতালে চালু ২৪ ঘন্টা সিটি স্ক্যান পরিষেবা, বাড়ল ডায়ালিসিসের বেড