কলকাতা: আজ মহাষষ্ঠী। দেবী দুর্গার বোধন। উৎসবমুখর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? ভিলেন হয়ে দাঁড়াবেনাতো বৃষ্টি? এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে।
আলিপুর আবহাওয়া দপ্তর(Alipore Meteorological Office) জানিয়েছে, পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এদিন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও এর গতিপথ ওডিশার অভিমুখে রয়েছে। উত্তরবঙ্গে আবহাওয়া অপেক্ষাকৃত আরামদায়ক। ষষ্ঠীতে উত্তরের বাতাসে আর্দ্রতার বাড়বাড়ন্তের কারণে গরম ও অস্বস্তি দুই বাড়বে। তবে রবিবারের পর থেকে উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত উপকূলীয় জেলা এবং সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই ছিল।