উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বাপের বাড়ি থেকে চলে যাবেন উমা। আবার একটা বছরের অপেক্ষা, তাই মুখভার বঙ্গবাসীর। তবে আজকেও কি মুখভার থাকবে আকাশের? কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Office)? হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের দুটি ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং সিঁদুরখেলাতেও বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।
কমবেশি বৃষ্টির ওপরের কেটেছে গোটা পুজো। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোনও জেলাতেই নেই। তিলোত্তমার আকাশ সকাল মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।