কলকাতা: উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই পড়তে চলেছে জাঁকিয়ে শীত! আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department) সূত্রে খবর, সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রয়েছে পারদ পতনের সম্ভাবনা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থিতু হতে চলেছে ঠান্ডা।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করবে। বাতাসের গতিপথ সাগর অভিমুখে রয়েছে। ফলে বাধাহীনভাবে উত্তর পশ্চিমের শীতল বাতাস প্রবেশ করতে চলেছে রাজ্যে। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্প ক্রমশ কমছে। আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন। আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন : এলাকায় পায়ের ছাপ, ভালুক আতঙ্ক মালবাজারে