কলকাতা: উত্তর এবং দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ রয়েছে। আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department)। উত্তুরে হাওয়ার গতিপথ বর্তমানে সাগর অভিমুখী। ফলে উত্তর পশ্চিমের শীতল বাতাসে কোনও বাধার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পও ক্রমশ কমছে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। পূর্ব ভারত এবং উত্তর পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি নীচে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদদের। আগামী ৪৮ ঘণ্টায় বিহার, ওডিশা এবং ঝাড়খণ্ডে তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ঝাড়খণ্ডের বেশকিছু এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Rahul Sinha | বাংলার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি! দাবি বিজেপি নেতা রাহুল সিনহার