কলকাতা: সোমবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিন কলকাতা সহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস জাানিয়েছে, এদিন থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী দু-তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।