কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার কারণে থমকে গিয়েছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে উষ্ণ মকর সংক্রান্তির পর এবার উষ্ণ সরস্বতী পুজোরই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Meteorological Department)।
হাওয়া অফিস জানিয়েছে, জেলায় জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি ওপরে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা দু-তিন ডিগ্রি ওপরে থাকবে। আগামী দু’দিনে আরও বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিন শুষ্ক থাকবে জেলার আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবারও হালকা কুয়াশা দেখা যাচ্ছে কলকাতার আকাশে। শীতের আমেজ উধাও হবে সরস্বতী পুজোর দিন।
উত্তরবঙ্গে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা একইরকম আবহাওয়া থাকবে। এরপর থেকে পরবর্তী দু-তিনদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারবেন না পার্থ, তবে পাবেন বিশেষ খাবার