কলকাতা: গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির কোনও দেখা নেই। এর মধ্যেও আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা গরমে কার্যত নাজেহাল।
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। হাওয়া বদলে অস্বস্তি আরও বাড়তে পারে। চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতাও বাড়বে। পশ্চিমাংশের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই বেশকিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস চলে গিয়েছে।