কলকাতা: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আরও বৃষ্টি বাড়তে পারে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।
আরও পড়ুনঃ উত্তরে বাড়বে বৃষ্টিপাত, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?