কলকাতা: বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কারণে জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। শিলিগুড়িতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। মালদা এবং দিনাজপুরে এখনও বর্ষা প্রবেশ করেনি।
এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোটভাব বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আবহাওয়ার বিশেষ বদল হবে না। তবে চলতি সপ্তাহের পর হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।