কলকাতা: গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ডুয়ার্সের নদীর জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচদিন কার্যত নেই দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন : ন্যাকবলিত ঘাটালের জন্য বড় দুঃসংবাদ! নৌকা দেবেন না বলে জানালেন মালিকরা