কলকাতা: মরশুমের শুরু থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে এই বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department)।
উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল থাকায় সেভাবে বৃষ্টিপাত হয়নি। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আশার কথা শোনাল হাওয়া অফিস। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কমবে। অন্যদিকে, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওডিশাতে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।