কলকাতা: নির্ধারিত সময়ের কয়েকঘণ্টা আগেই অন্ধপ্রদেশের উপকূল অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘গুলাব’। ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই ৩জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে না পড়লেও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ঘূর্ণিঝড়ের গতিবিধির কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। মূলত তা ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে তাণ্ডব শুরু করে। এই নিয়ে রবিবার টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্রপ্রদেশ ও ওডিশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এই দুই রাজ্যকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷
Discussed the cyclone situation in parts of Odisha with CM @Naveen_Odisha Ji. The Centre assures all possible support in overcoming this adversity. Praying for the safety and well-being of everybody.
— Narendra Modi (@narendramodi) September 26, 2021
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ছয় ঘণ্টায় এটি আরও দুর্বল নিম্নচাপে পরিণত হবে। এদিন বিকেল থেকেই বৃষ্টি শুরু হবে বাংলায়। মূলত দক্ষিণবঙ্গজুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Cyclonic storm ‘Gulab’ over north Andhra Pradesh & adjoining south Odisha, weakened into a deep depression at 2:30 am today over north Andhra Pradesh. It is likely to continue to move west-northwestwards & weaken further into a depression during next 6 hours: India MeT Dept
— ANI (@ANI) September 26, 2021