কলকাতা: উত্তরবঙ্গে থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে আপাতত বিদায় নিতে চলেছে শীত। তবে শীত বিদায় নিলেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওা দপ্তর। দক্ষিণবঙ্গে সকালে বৃষ্টির পূর্বাভাস। আকাশ আংশিক মেঘলা থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয়ের পাদদেশ এলাকায় উত্তরবঙ্গে অবস্থান করছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশপাশে। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা হবে ২০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে।
- Advertisement -