উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুক্তি পেল সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও রাইমা সেন (Raima Sen) অভিনীত ওয়েব সিরিজ রক্তকরবীর ট্রেলার। তবে এই রক্তকরবীর সঙ্গে কোনও মিল নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের। ছবির লেখিকা সাহানা দত্ত। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, কিঞ্জল নন্দ, অঙ্গনা রায়, হরিদাস চট্টোপাধ্যায়, রুকমা রায়, তুলিকা বসু সহ অন্যান্যরা। রহস্য-রোমাঞ্চে ভরা কাহিনি নিয়েই তৈরি হয়েছে নতুন এই ওয়েব সিরিজ। সিরিজের মুখ্যচরিত্র সাত্যকি পেশায় মনোবিদ। একদিন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে সে। তারপর থেকেই একের পর এক খুন হতে থাকে। এই নিয়েই ছবির গল্প। ৩ ফেরুয়ারি থেকে জি ফাইভে দেখা যাবে এই সিরিজ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুনঃ Entertainment news | জুটি বাঁধছেন অক্ষয়-ইমরান, মুক্তি পেল সেলফি’র ট্রেলার