বানারহাটঃ বিয়েবাড়ি যাওয়ার পথে দুটি গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। গুরুতর আহত হলেন আরও ৮ যাত্রী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বানারহাট ও চামুর্চীর মাঝে ভারত-ভুটান সড়কে। জানা গিয়েছে বানারহাট চা বাগান থেকে ছোট গাড়ি করে নিউডুয়ার্স চা বাগানের একটি বিয়ের অনুষ্ঠানে জনা কয়েক স্থানীয় বাসিন্দা। যাওয়ার সময় কাঁঠালগুড়ি চা বাগান সংলগ্ন আন্তর্জাতিক সড়কে একটি চলন্ত ট্রাকের পেছনে ছোট গাড়িটি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির সামনের আসনে বসা দুই কিশোর অনিকেত মুন্ডা (১৬) এবং মোহিত মুন্ডা(১৬) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে আসে বানারহাট থানার পুলিশ। পরে আঘাত গুরুতর থাকায় ৮ জনকে মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় বানারহাটে শোকের ছায়া নেমে আসে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : মাদ্রাসা ভোট ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, দলের বিধায়ককে ‘বেইমান’ সম্বোধন তৃণমূল নেতার