ডিজিটাল ডেস্ক:
মেষ : নিজের সাহসী সিদ্ধান্ত এ সপ্তাহে ব্যবসার নতুন দিক খুলে দিতে পারে। সামান্য কারণে প্রিয় মানুষের সঙ্গে মানসিক দূরত্ব বেড়ে যেতে পারে। সামান্য নিয়ে সন্তুষ্ট থাকলে ভবিষ্যতে লাভবান হবেন। গৃহে অতিথি সমাগম এবং আনন্দ। ঈশ্বরে বিশ্বাস গভীর হবে।
বৃষ : বন্ধুর সহায়তায় ব্যবসায়িক কোনও সমস্যার সমাধান হওয়া মানসিক তৃপ্তি। রাজনীতির মানুষ হলে এ সপ্তাহে নতুন কোনও দায়িত্ব নিতে হতে পারে। প্রেমের সঙ্গীকে অন্যের কথায় বিচার করতে গিয়ে সমস্যায় পড়বেন। জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে মানসিক তৃপ্তি লাভ।
মিথুন : ব্যবসার কারণে এ সপ্তাহে ঋণ নিতে হতে পারে। অতিরিক্ত ঋণ গ্রহণ থেকে দূরে থাকুন। মায়ের শারীরিক সমস্যার কারণে অর্থব্যয়। নতুন ব্যবসার পরিকল্পনা গ্রহণ। কাউকে অহেতুক উপদেশ দিতে গিয়ে অপমানিত হওয়ার সম্ভাবনা। সামান্য সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। পৈতক সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মতানৈক্য। প্রেমের সম্পর্ক নিয়ে অহেতুক দুর্ভাবনা।
কর্কট : বাবার পরামর্শে নতুন ব্যবসার পরিকল্পনা গ্রহণ। অন্যায় কোনও কাজের সঙ্গে নিজের ভুলে জড়িয়ে পড়তে পারেন। ক্রীড়াবিদ হলে এ সপ্তাহে নতুন কোনও সুযোগ পাবেন। মায়ের শরীর নিয়ে উৎকণ্ঠা চলবে। পথে চলতে খুব সতর্ক থাকুন। প্রেমের সঙ্গীকে সপ্তাহের শেষদিকে সময় দিন।
সিংহ : ব্যবসার প্রযোজনে দূরস্থানে যেতে হতে পারে। সামান্য কারণে উত্তেজিত হয়ে কোনও সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন। এ সপ্তাহে খুব শান্ত মাথায় থাকুন। অযথা বিতর্কে নামলে সমস্যায় জড়িয়ে পড়বেন। পেটের কারণে গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হতে পারে।
কন্যা : নতুন বাড়ি ও জমি কেনার সুযোগ আসবে। আপনার উদারতার সুযোগ নিয়ে কোনও দুষ্ট ব্যক্তি আপনারই ক্ষতি করার চেষ্টা করবে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা কমবে। অতি ভোজনের কারণে শারীরিক সমস্যা। বিদেশে পাঠরত সন্তানের জন্যে গর্বিত হবেন। বাড়িতে নতুন সদস্যের আগমনে আনন্দ।
তুলা : বাবা ও মায়ের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা গ্রহণ। নতুন ব্যবসার প্রয়োজনীয় ঋণ পেয়ে যাবেন। সন্তানের পরীক্ষার সাফল্য আপনাকে গর্বিত করবে। বাবার পরামর্শে সংসারের সমস্যা কাটবে। বিপন্ন কোনও সংসারের পাশে দাঁড়িয়ে মানসিক তৃপ্তিলাভ।
বৃশ্চিক : নতুন সম্পদ কিনে লাভবান হবেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্তি। অংশীদারি ব্যবসায় সামান্য অশান্তি হতে পারে। কর্মচারী সমস্যা কাটবে এ সপ্তাহে। বিদেশ ভ্রমণের ইচ্ছাপূরণ হবে। কর্মক্ষেত্রে নতুন দাযিত্ব পাবেন। বিতর্ক এড়িযে চলুন।
ধনু : সম্পত্তি বিষয়ক ঘটনার জন্যে আইনি ব্যবস্থা নিতে পারে। সন্তানের সৃজনশীল কাজের সাফল্যে খুশি হবেন। ব্যবসায় আর্থিক লাভ হবে। কোনও সম্পত্তি পুনরুদ্ধার করতে পেরে স্বস্তি। পরোপকার করতে পেরে স্বস্তি। পরোপকার করতে পেরে আনন্দলাভ। সংগীত ও অভিনয়শিল্পীরা নতুন সুযোগ পেতে পারেন।
মকর : বাবার পরামর্শে সংসারের কোনও সমস্যার সমাধান করতে পেরে আনন্দ। কোনও প্রতিযোগিতায় নেমে সাফল্য পাবেন। প্রেমের সঙ্গীকে এ সপ্তাহেই আপনার মনের কথা বলে ফেলুন। সম্পত্তি নিয়ে প্রতারিত হতে পারেন।
কুম্ভ : কোনও কারণেই এ সপ্তাহে সামান্যতম বিতর্কে জড়াতে যাবেন না। নতুন কর্মক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে। দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে খুঁজে পেয়ে আনন্দলাভ। বেকাররা কাজের সুযোগ পাবেন। সংসারে যেন হঠাৎই ব্যয়ধিক্য ঘটবে। প্রেমের সঙ্গীকে অকারণ সন্দেহ করে ফেলতে পারেন।
মীন : অত্যধিক বিলাসিতার কারণে বেশ কিছু অর্থব্যয় হতে পারে। নতুন কোনও কাজ এই সপ্তাহে সমাপ্ত হবে। মায়ের সঙ্গে সময কাটিযে মানসিক তপ্তিলাভ। নিজের শরীর নিয়ে দুর্ভাবনার কারণ নেই। চিকিৎসক পরিবর্তনে সুফল মিলবে। এ সপ্তাহে কোনও বিষয়ে শুভ যোগাযোগ ঘটায় খুশি হবেন।