কলকাতা, ৯ জুনঃ দেশের অন্যতম বড়ো খনি দেওচা-পাচামি থেকে কয়লা তোলার অনুমতি পেল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার টুইট করে এই কথা জানান। তিনি টুইট করেন, ‘আমার এটা বলতে ভালো লাগছে যে, তিন বছরের অপেক্ষার পর পশ্চিমবঙ্গ বীরভূমের দেওচা-পাচামি-হরিণগঞ্জ-দেওয়ানগঞ্জ কয়লা গহ্বর থেকে কয়লা তোলার অনুমতি পেল। এর ফলে বীরভূম ও সংলগ্ন জেলায় প্রায় ১ লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে প্রায় ১২,০০০ কোটি টাকা এই ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। বীরভূম ও তার আশপাশের অঞ্চলে আর্থসামাজিক পরিস্থিতি বদলে যাবে এই বিনিয়োগের কারণে।
I am very happy to share with all of you that after a long wait of 3 years, #Bengal has got the allocation of the Deocha Pachami Harinsingha Dewanganj Coal Mines in Birbhum district.
With an estimated reserve of 2102 million tonnes, it is the 2nd largest coal mine in the world.
— Mamata Banerjee (@MamataOfficial) June 8, 2018