কলকাতা: সস্ত্রীক করোনার টিকা নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বৃহস্পতিবার আলিপুর কমান্ড হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন তিনি। তাঁর স্ত্রী সুদেশ ধনকরও কোভিড টিকা নেন। পরে টুইট করে টিকাগ্রহণের খবর জানান রাজ্যপাল।
West Bengal Governor Jagdeep Dhankhar & his wife Sudesh Dhankhar receive their first dose of COVID-19 vaccine at Command Hospital in Kolkata pic.twitter.com/w1AINCDzmE
— ANI (@ANI) March 11, 2021
Feeling absolutely fine. pic.twitter.com/CKaHb2HPIB
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 11, 2021
এদিন টিকাগ্রহণের পর রাজ্যপাল জানান, করোনাযুদ্ধে ভারতের ভূমিকা বিশ্বের দরবারে প্রশংসা অর্জন করেছে। বিশ্বের অন্যান্য দেশ এখন টিকার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে রয়েছে। দেশের তৈরি টিকা গ্রহণ করে তিনি গর্বিত।
প্রসঙ্গত, গত বছর থেকে শুরু হওয়া করোনা মহামারির জেরে বিশ্বে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ১,৫৮,১৮৯ মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। করোনা আক্রান্তের সংখ্যা ১,১২,৮৫,৫৬১। সুস্থ হয়েছেন ১,০৯,৩৮,১৪৬ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১,৮৯,২২৬।