উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় কেন্দ্রের তিনটি ‘বিতর্কিত’ কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ হয়েছে।
#UPDATE | West Bengal Legislative Assembly passes the resolution against three central agriculture laws. https://t.co/ZCcbZ6AxH1
— ANI (@ANI) January 28, 2021
উল্লেখ্য, বরাবরই কেন্দ্রের কৃষি বিলের বিরোধীতা করেছে তৃণমূল কংগ্রেস। বিল আইনে পরিণত হওয়ার পর বিরোধীতা আরও জোরদার হয়েছে। ওই তিনটি কৃষি আইন লাগু হলে কৃষকরা সমস্যায় পড়বেন, তাঁদের স্বার্থ বিঘ্নিত হবে। উলটে ফায়দা তুলবে আম্বানি-আদানিদের মতো পুঁজিপতিরা। এমন অভিযোগ তুলে অকালি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের কৃষি আইনের বিরোধীতায় সরব হয়েছে। তারা কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে। কিন্তু সিদ্ধান্তে অনড় কেন্দ্র।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে জোরদার আন্দোলনে নেমেছে বিভিন্ন কৃষক সংগঠনও। বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকার কৃষক নেতাদের সঙ্গে কৃষি আইন নিয়ে বৈঠকে বসেছে। কিন্তু কোনও সমাধান সূত্রে বেরিয়ে আসেনি। উলটে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দিল্লিতে কৃষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২৬ জানুয়ারি সেই আন্দোলন ভয়াবহ আকার নেয়। রণক্ষেত্রের চেহারা নেয় জাতীয় রাজধানী। বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে তিন শতাধিক পুলিশকর্মী জখম হন। ২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।
অন্যদিকে, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় আমপান দুর্নীতি, কয়লা-গোরু পাচার সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্র-রাজ্য তরজা তুঙ্গে। একে অন্যকে তোপ দাগছেন দুই দলের নেতারা। এরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘বিতর্কিত’ তিনটি কৃষি আইন বিরোধী প্রস্তাব পাশ করে কেন্দ্রকে বার্তা দিল তৃণমূল শাসিত রাজ্য সরকার। এতে রাজ্য-কেন্দ্র সংঘাত আরও বাড়বে মনে করছে রাজনৈতিক মহল।