ডিজিটাল ডেস্কঃ রাজ্যে কর্মসংস্থান নিয়ে বিরোধীদের যতই অভিযোগ থাকুক না কেন, কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কিন্তু ১০০ দিনের কাজে(100 days work) দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। জানা যাচ্ছে, সবচেয়ে বেশি ১০০ দিনের কাজে কর্মসংস্থান হয়েছে এই রাজ্যে, যা দেশের মধ্যে সর্বোচ্চ কর্মদিবস তৈরি করেছে। প্রসঙ্গত, রবিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রের এই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, রাজ্য সরকার বিগত দিনে প্রায় এক কোটি এক লক্ষ মানুষকে কাজ দিয়েছে। প্রসঙ্গত, করোনার প্রাক্কালে যখন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরেছিলেন, তখন তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে। এবং সেক্ষেত্রে ১০০ দিনের কাজের প্রকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এবার কেন্দ্রের তরফ থেকেও রাজ্যকে এই ব্যাপারে স্বীকৃতি দেওয়া হল, যা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ১০০ দিনের কাজে কর্মসংস্থানের নিরিখে দ্বিতীয় শ্রেণিতে রয়েছে রাজস্থান, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড। তৃতীয় স্থানে রয়েছে অন্ধপ্রদেশ। সব মিলিয়ে কর্মসংস্থান নিয়ে এবার রাজ্যের মুকুটে যোগ হল আরেকটি পালক।
আরও পড়ুনঃ দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৩