নিউজ ব্যুরো: শেষবেলায় ঝোড়ো ব্যাটিং করছে শীত। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বাকি জেলাগুলিতে রয়েছে কনকনে ঠান্ডা। অনেক সময় শীতল হাওয়াও বইছে। এর জেরে কার্যত জবুথুবু অবস্থা। গ্রামীণ এলাকাগুলিতে উষ্ণতার জন্য মানুষকে আগুন পোহাতে দেখা গিয়েছে। এদিকে, দার্জিলিংয়ে গত বেশকয়েকদিন ধরে তুষারপাত চলছে। যার জেরে ঠান্ডা বেড়েছে সমতলে। শিলিগুড়ি সহ ডুয়ার্সের আকাশ আংশিক মেঘলা। ফের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, মঙ্গলবার সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের কামড় ভালোরকমই বোঝা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুনঃ পুকুর খুঁড়তেই উঠে এল কালো বিষ্ণুমূর্তি, উদ্ধার করল পুলিশ