নিউজ ব্যুরো: উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সকাল থেকেই অস্বস্তিকর গরম রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে। তবে স্বস্তির কথা, কলকাতা সহ শহরতলিতে বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার সকালে শিলিগুড়ির আকাশ মেঘলা। গুমোটভাব থাকলেও মাঝে মধ্যেই বইছে দমকা হাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) সূত্রের খবর, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী ও আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : দেওয়াল ভেঙে ঘরে মজুত ধান সাবাড় করল হাতি