নিউজ ব্যুরো: শীতের দাপট অনেকটাই কমেছে রাজ্যে। বাতাসে ইতিমধ্যেই লেগেছে বসন্তের ছোঁয়া। একটু একটু করে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে রাত ও ভোরের দিকে হালকা ঠান্ডা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। দোলের পর গরম আরও বাড়বে। বুধ ও বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।