ডিজিটাল ডেস্ক : পল্লবী, বিদিশা, মঞ্জুষা- একের পর এক টেলি অভিনেত্রী, মডেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। তিনজনের মৃত্যুর পেছনে মানসিক অবসাদই কি একমাত্র কারণ তা নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। আর এর মাঝেই বক্তব্য রাখলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এদিন ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানান, বাস্তবের মাটিতে পা দিয়ে বোঝা যায় কতটা সংগ্রাম চলছে এখানে। অনেকেই বাড়ি ছেড়ে কলকাতায় থাকেন। সেখান থেকে শুরু হয় বদ সঙ্গ, নেশা, একাকীত্ব এবং ভুল পথে পা বাড়ানো। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় স্পষ্টভাবেই জানান, বঞ্চনার শিকার হয়েই কার্যত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন গ্ল্যামার জগতের তরুণ-তরুণীরা। ভাস্বর চট্টোপাধ্যায়ের এই দাবি কতটা সত্য, তা নিয়ে অবশ্য তর্ক-বিতর্ক থেকেই যায়। কিন্তু একের পর এক উঠতি অভিনেত্রী, মডেলের মৃত্যু যে বেশ কিছু প্রশ্নের উদ্রেক করেছে, তা অস্বীকার করা যায় না।
আরও পড়ুন : বিদিশা দে মজুমদারের মৃত্যুতে কী বললেন অনুভব বেরা?