ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প (Agnipath Scheme) ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। বিভিন্ন রাজ্যে অশান্তি-বিক্ষোভ দেখা যাচ্ছে। আর এ ব্যাপারে এই প্রথম মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজকে বিধানসভার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘অগ্নিপথ’ প্রকল্প থেকে বিজেপি আসলে ক্যাডার তৈরীর চেষ্টা চালাচ্ছে, গুন্ডা তৈরীর চেষ্টা করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন, যাদের অগ্নিপথে নিয়োগ করা হবে চার বছর পর তাঁদের ভবিষ্যৎ কি হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে জয় শ্রীরাম স্লোগান দেয়। এরপর বিরোধীরা বিধানসভা কক্ষ ত্যাগ করে। কার্যত, আজকে বিধানসভা অধিবেশনে ‘অগ্নিপথ’ প্রকল্পকে নিয়ে ব্যাপক চাপানউতোর দেখা গেল।
বিজেপি আগে জানালে দ্রৌপদী মুর্মুকে নিয়ে ভাবা যেত, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন, আগে জানলে অন্য সিদ্ধান্ত নিতেও পারত তৃণমূল কংগ্রেস। কারণ আদিবাসীদের প্রতি...
Read more