ডিজিটাল ডেস্ক : গতকাল বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Gangopadhyay) এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) সাক্ষাৎ নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই। যদিও শুরু থেকেই দুই নেতা-নেত্রী জানিয়ে আসছেন, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। তবে তাতে বিতর্ক যে থামছে না তা বলাই বাহুল্য। উপরন্তু বিতর্ক কিছুটা উসকে দিয়েছেন কেন্দ্রীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ। রূপা গঙ্গোপাধ্যায় কি এবার একুশের মঞ্চে? এই প্রশ্ন শুনেই দিলীপ ঘোষের পালটা জবাব, তিনি বড় নেতাদের খবর রাখেন না। একই সাথে তিনি বলেন, পার্টি অনেক সময় সেলিব্রিটিদের সুযোগ দেয়। অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ পর্বের পরেই বিজেপির একাংশ তীব্র আক্রমণ করতে শুরু করেছে রুপা গঙ্গোপাধ্যায়কে। এ প্রসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় জানান, যারা তাঁর বিরুদ্ধে এভাবে মন্তব্য করছেন, তাঁরা প্রত্যেকেই খড়গপুর বা মেদিনীপুরের দিকের। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, রূপা গঙ্গোপাধ্যায় দিলীপ অনুরাগীদের দিকেই ইঙ্গিত করছেন। আপাতত রুপা গঙ্গোপাধ্যায়ের আগামী পদক্ষেপ কি হতে চলেছে, তাই নিয়ে ব্যাপক চর্চা চলছে রাজনৈতিক মহলে।