ডিজিটাল ডেস্ক:গেরুয়া শিবিরে এই মুহূর্তে চলছে তীব্র অস্বস্তি। একের পর এক হেভিওয়েট নেতা দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিছুদিন আগেই দলের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করেন একের পর এক বিজেপি নেতা। এই অবস্থায় রবিবার শান্তনু ঠাকুরের বাড়িতে রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি ও সমীরণ সহ বেশ কয়েকজন নেতা বৈঠক করেন। আর এই বৈঠক নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা। অন্যদিকে এই প্রসঙ্গে মতামত জানতে চাওয়া হলে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। তিনি খুব স্বাভাবিকভাবেই এই বৈঠকের ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, যারা কমিটি থেকে বাদ পড়েছেন তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং তাতে কোন দোষ নেই। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কৌতূহল না দেখালেও গেরুয়া শিবিরের অন্দরে যে ধীরে ধীরে ভাঙনের অশনিসংকেত ঘনিয়ে আসছে, তা নিয়ে কিন্তু চলছে কানাঘুষো।
আরও পড়ুন : এবার শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠকে ৩ বিজেপি হেভিওয়েট