ডিজিটাল ডেস্ক : বলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক হলেন করণ জোহর (Karan Johar)। জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহরের আজ ৫০ তম জন্মদিন। আর এই জন্মদিনেই করণ জোহর করলেন বড় ঘোষণা। তিনি জানিয়ে দিলেন তাঁর আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কবে মুক্তি পাবে এবং তারপর তিনি কোন নতুন ছবি করতে চলেছেন। প্রসঙ্গত করণ জোহর আজকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেন। যেখানে তিনি জানান, তাঁর আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ২০২৩ এর ১০ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এবং তারপর আগামী বছরের এপ্রিল মাস থেকে তিনি নতুন ছবি শুরু করতে চলেছেন। যদিও সেই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে করণ জানিয়েছেন, সেটি অ্যাকশনধর্মী ছবি হবে। আপাতত করণ জোহরের জন্মদিনে বলিউডের নামিদামি তারকারা একের পর এক জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
আরও পড়ুন : পরিচালক রামগোপাল ভার্মার বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ