ডিজিটাল ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির পর রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফ্ল্যাট থেকে ইতিমধ্যে ইডি উদ্ধার করেছে কোটি কোটি টাকা। কিন্তু সেই টাকা নিজেদের বলে স্বীকারই করেননি পার্থ-অর্পিতা। যথারীতি এর পরেই অবধারিতভাবে ইডির প্রশ্ন উঠে এসেছে, তাহলে উদ্ধার হওয়া টাকা কার? ইডি সূত্রে জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় তার উত্তরে ‘জানেন না’ বলে দিয়েছেন ইডিকে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের। এবার ইডি যখন তাঁকে প্রশ্ন করে, এই ষড়যন্ত্র নিয়ে। তখনও তিনি চুপ করে থেকেছেন বলে জানা গিয়েছে। কার্যত ইডির তরফ থেকে বলা হচ্ছে, তদন্তে কোনভাবেই সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। আর এই বিষয়টি হাইকোর্টে ইডি তুলে ধরবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই এখনো পর্যন্ত প্রায় ৫০ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির তদন্তে নতুন কোন তথ্য সামনে আসছে কিনা সেদিকে রাখা হচ্ছে কড়া নজর।
হঠাৎই প্রেসিডেন্সি এবং আলিপুর সংশোধনাগারে হাজির তৃণমূল মন্ত্রী, সাংসদ
ডিজিটাল ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক শোরগোল আজ আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্টি সংশোধনাগারে। হঠাৎই হাজির হন এই দুটি...
Read more