ডিজিটাল ডেস্ক : অগ্নিপথ প্রকল্প (Agnipath Project) ঘিরে রীতিমতো অশান্তি, বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশ। এই অবস্থায় এই প্রকল্পের বিরোধিতা করতে শুরু করেছে বিরোধীরাও। শনিবার এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে রীতিমতো একের পর এক অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন, বিতর্কিত ৩ কৃষি আইনের মতন অগ্নিপথ প্রকল্প কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। তবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হিংসাত্মক আন্দোলন ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানিয়েছেন। দেশের অন্তত ১২ টি রাজ্যে অগ্নিপথ প্রকল্প নিয়ে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা দেখা যাচ্ছে। মোদি সরকারের এই প্রকল্পের বিরোধিতা করতে গিয়ে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে বিহারে। একের পর এক ট্রেন পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় ভারতীয় রেল বিহারে ভোর ৪ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোন ট্রেন চালাবে না বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে বিহারের ক্ষোভ সামলাতে ১২ টি জেলার ইন্টারনেট, মোবাইল এবং টেলিফোন পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে অগ্নিপথ প্রকল্প ঘিরে যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে চলেছে তা যে কেন্দ্রীয় সরকারের চিন্তা বাড়াচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
প্রদীপ মজুমদারকে নিয়ে শোভাযাত্রা তৃণমূলের
একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের পর আরও এক তৃণমূল নেতার গ্রেপ্তারি নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব, সেই সময় সেসব তোয়াক্কা...
Read more