ডিজিটাল ডেস্ক : বিগত কয়েকদিন যাবৎ অর্জুন সিং কে নিয়ে ব্যাপক চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে দিল্লি গেছেন অর্জুন সিং। তবে অর্জুন সিং যাবার আগেও দলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। কার্যত দলের অন্তর্দ্বন্দ্ব এবং ভোটের সময় বেইমানি প্রসঙ্গে মুখ খুলেছেন এবার অর্জুন সিং। অর্জুন সিং এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সাথে অর্জুন সিং কথা বলার পর কোন একটা রাস্তা বের হবে এবং এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি দলবদল প্রসঙ্গ উঠতেই রাহুল সিনহা আশা প্রকাশ করেছেন, অর্জুন সিং বিজেপিতেই থাকছেন। আপাতত অর্জুন সিং এর রাজনৈতিক পদক্ষেপের দিকেই নজর থাকছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, সমস্যায় এলাকাবাসী