ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের(Maharashtra) রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে ব্যাপক টালমাটাল। কার্যত মহারাষ্ট্রে বিধানসভা পরিষদে বিজেপি জয় পেয়েছে। আর তার পরেই দেখা যাচ্ছে, শিবসেনার অন্তর্দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। মহারাষ্ট্রের উদ্ধব সরকারের মন্ত্রী একনাথ শিন্ডের গায়েব হওয়াতেই শুরু হয়েছে সমস্যা। জানা গিয়েছে, গুজরাটের সুরাতে একটি হোটেলে গিয়ে তিনি এবং তাঁর অনুগামীরা উঠেছেন। মোট ১৯ জন বিধায়ক একনাথের সাথে গায়েব হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই তথ্য খারিজ করে দিয়েছে শিবসেনা। অন্যদিকে এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে শরদ পাওয়ার(Sharad Pawar) জানিয়ে দিলেন, তৃতীয়বার মহারাষ্ট্র সরকারকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। তবে এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করা হবে সকলে মিলে। শিবসেনার আভ্যন্তরীণ বিষয়টি মেটানোর দায়িত্ব পাওয়ার ছেড়ে দিলেন উদ্ধব ঠাকরে ওপরেই। কার্যত শোনা যাচ্ছে, ইতিমধ্যেই একনাথ শিন্ডেকে দল থেকে বহিষ্কার করেছেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।
শিন্ডেকে দল থেকে বহিষ্কার করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
মুম্বই: মহারাষ্ট্রের মহানাটকের যবনিকা পতন হয়েছে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। এদিকে নতুন মুখ্যমন্ত্রী একনাথ...
Read more