ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর শোভন-বৈশাখী আবার নবান্নে। দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) সঙ্গে। অন্যদিকে শোভন-বৈশাখী নবান্নে আসার সাথে সাথেই ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে কি শোভন চট্টোপাধ্যায় বান্ধবীকে নিয়ে কামব্যাক করছেন তৃণমূলে? সেই উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে জল্পনা উস্কে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কার্যত বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সামনে বলেন, দিদি বললেই শোভন চট্টোপাধ্যায় কাজে যোগ দেবেন। শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ পালন করাই তাঁর একমাত্র কর্তব্য। তবে তৃণমূলে ফিরে আসছেন কিনা সেই উত্তরে শোভন চট্টোপাধ্যায় জানান, ব্যক্তিগত ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক ক্ষেত্রে বরাবরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা, তাঁর ইচ্ছা বাস্তবায়িত করাকেই কর্তব্য বলে মনে করেছেন। তাই ধরে নেওয়া যেতে পারে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সিদ্ধান্তই শিরোধার্য হবে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা সে ব্যাপারে শাসক দলের পক্ষ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। অতএব পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
‘কেঁচো খুঁড়তে গোখরো বেরিয়ে যাবে’, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
নিউজ ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে একটি কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র...
Read more