ডিজিটাল ডেস্ক : রাজ্য বিজেপির অন্দরে অশান্তি আর থামতেই চাইছে না। কার্যত উপ নির্বাচনের পর মিডিয়ার সামনে মুখ খুলেছেন অনেক নেতাই। এবার তাই নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। মঙ্গলবার রাজ্য বিজেপি দপ্তরে একটি সাংগঠনিক বৈঠক হয়। এবং সেই বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বার্তা দেন, যাবতীয় ক্ষোভ-বিক্ষোভ যেন তাঁকে বলা হয় বা সর্বভারতীয় সভাপতিকে বলা হয়। কিন্তু কোনভাবেই যেন মিডিয়ার কাছে কেউ মুখ না খোলেন। খুব স্বাভাবিকভাবেই একথা স্পষ্ট মিডিয়ার সামনে কিছু নেতা ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে দেওয়ায় দলকে বারবার অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। আর সেই পরিস্থিতি এড়াতে এবার রীতিমত কড়া ভাষায় বার্তা দিলেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন : নৈহাটির নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রর