ডিজিটাল ডেস্ক : বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে বিজেপি নেতাদের মুখে হামেশাই শোনা যায় গুজরাট মডেলের কথা। কিন্তু এবার এই ‘গুজরাট মডেল’ নিয়ে কিন্তু চিন্তার কথা শোনাল CAG। সূত্রের খবর, Comptroller and Auditor General সম্প্রতি গুজরাট নিয়ে যে রিপোর্ট পেশ করেছে, সেখানে দেখা যাচ্ছে ধনী রাজ্য বলে পরিচিত গুজরাট কিন্তু পড়েছে ঋণের ফাঁদে। আগামী সাত বছরের মধ্যে গুজরাট মোট যত ঋণ নিয়েছে তার ৬১% শোধ করতেই হবে বলে জানিয়েছে CAG। যদি তা না হয়, তাহলে আশঙ্কার কথা হল, অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাট। পাশাপাশি দেখা যাচ্ছে, গুজরাটে একদিকে যেমন রাজস্ব ঘাটতি হয়েছে, সেরকমভাবেই বেড়েছে খরচের বহর। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, গুজরাটে CAG এর এই রিপোর্ট কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন : সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার দাবি সুপ্রিয়ার