ডিজিটাল ডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে রাতভর সিবিআই (CBI) ম্যারাথন জেরা করে এসএসসির (SSC) প্রাক্তন অধিকর্তা শান্তি প্রসাদ সিনহাকে। কিন্তু সিবিআই যখন প্রস্তুতি নিচ্ছে সিঙ্গল বেঞ্চে রিপোর্ট জমা দেওয়ার, তখন সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এসপি সিনহা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন। তারই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, আপাতত সোমবার পর্যন্ত এস পি সিনহাকে কোনরকম জেরা করতে পারবেনা সিবিআই। এমনকি কোনো এফআইআরও দায়ের করতে পারবেনা সিবিআই শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে। তবে বাকী অভিযুক্তদের জেরা করা যেতে পারে। কার্যত এসএসসি পরীক্ষার বেনিয়ম মামলা নিয়ে রীতিমতো চাপানউতোর শুরু হয়েছে। ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত স্বস্তিতে এসএসসির প্রাক্তন অধিকর্তা।
আরও পড়ুন : এসএসসি মামলা এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, চাপানউতোর তুঙ্গে