ডিজিটাল ডেস্কঃ হঠাৎ করেই নদীতে ভাঙন। আতঙ্ক উলুবেড়িয়ার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুরে। জানা গিয়েছে, নদী বাঁধে দেখা গিয়েছে ফাটল। তার ফলেই এই ভাঙন। ভাঙনের কারণে ইতিমধ্যে নদীতে ৫০ মিটার রাস্তা তলিয়ে গিয়েছে। নদী ভাঙন যদি আরও বাড়তে থাকে, তাহলে এলাকার বারোটি গ্রামের বাসিন্দারা জলমগ্ন হয়ে পড়বেন। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় সহ সেচ দপ্তরের আধিকারিকরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁধ মেরামতের কাজ চলছে। তবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর দাবী, কলকাতা পোর্ট ট্রাস্টকে বারবার জানানো সত্ত্বেও নদীতে ড্রেজিং করা হয়নি। ফলে বাঁধে ফাটল তৈরি হয়েছে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চরম আতঙ্ক তৈরি হয়েছে এলাকাজুড়ে।
আরও পড়ুন : অভিষেককে কি জিজ্ঞাসা করলেন ইডি আধিকারিকরা?